Breaking

Sunday, September 16, 2018

কাউখালীতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হাবিবুল্লাহ

কাউখালীতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হাবিবুল্লাহ.....
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ ফকির উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় নির্বাচিত তালিকা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রকাশ করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর)  জেলা পর্যায়ের বাছাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান উপলক্ষে ১৯টি ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। এরমধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. হাবিবুল্লাহ ফকির। এ ছাড়া  ৩২ নং নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলি রানী ঘোষ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। আর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
উপজেলা পর্যায়ে বাছাইকালে উপস্থিত ছিলেন- নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমদ প্রমুখ।
হাবিবুল্লাহ ফকির ও পলি ঘোষ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলা শাখার সভাপতি লিটন কৃষ্ণ কর, সাধারণ সম্পাদক আল মামুন খান। এছাড়া প্রাথমিক শিক্ষক পরিবার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।   
ইত্তেফাক/জেডএইচ

No comments:

Post a Comment

Pages